Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলার রূপ

কি অপরূপ বাংলার রূপ
মুগ্ধপানে থাকি চেয়ে,
সবুজ সবুজ গাছের মাথায়
মেঘ পালকে থাকে ছেয়ে।

নদীর কুলে আপনি দোলে
সাদা সাদা কাশফুল,
শিশির জলে ঝিকিমিকি
সোনা মাখা রোদ্দুর।

পাহাড়, টিলা,ঝর্ণা, নদী
স্বপ্ন  চোখে  ছুটে চলে,
নানান রকম মাছের খেলা
জোছনা মাখা দিঘির জলে।

গায়ক, কবি, শিল্পী, সাধক
আছেন কত জ্ঞানী গুণী,
দুঃসাহসিক বীর যোদ্ধার
জীবন কথার গল্প শুনি।

অঙ্গেমাখা কাঁদা মাটি
আছে গাঁয়ের খাঁটি চাষা,
গল্প,কথায় ভালবাসায়
যাদুমাখা মায়ের ভাষা।

নানান রকম পাখির  ডাকে
ঘুম ভেঙে হয় যে ভোর,
মিষ্টি ফুলের সুবাস মেখে
রবি হেসে খোলে দোর।

 

সকল দেশের সেরা এ দেশ
বুক পাঁজরে রাখি ধরে,
সোনার মাটি  অঙ্গে মেখে
মরতে পারি গর্ব করে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ