প্রার্থনা
আমি তোমায় চেয়েই ছিলাম
তুমিই গেলে ছেড়ে,
বিন্দুসম কষ্টগুলো
সিন্ধু হল বেড়ে।
ফেরারী মন তৈরি ছিল
নীড় বাঁধারই তরে,
নিজেই তুমি ভাঙ্গলে সে নীড়
সর্বনাশা ঝড়ে!
বুকের ভেতর জ্বাললে তুমি
জ্বলন্ত এক চিতা,
স্বপ্ন দেখে কি আর হবে
বাঁচার আশাই বৃথা।
ঘর বেঁধে তাই সুখের জীবন
সদাই পাড়ি দিও,
কষ্ট বুকে চেপে রেখেই
আশিস দিলাম নিও।