তদন্ত করা হবে ডায়ানার আলোচিত সাক্ষাৎকারের কাহিনী
ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার ১৯৯৫ সালে বিবিসি প্যানারোমাকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কের। সাক্ষাৎকার গ্রহনকারী মর্টিন বশিরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ভুয়া কাগজপত্র দেখিয়ে সাক্ষাৎকারটি নিয়েছিলেন। তাই সেই সাক্ষাৎকারের সত্য সন্ধানে তদন্ত করবে বিবিসি। বিবিসি প্রতিশ্রুতি দিয়েছে যে রাজবধূ প্রিন্সেস প্যানারোমাকে দেওয়া সাক্ষাৎকার ঘিরে থাকা সকল সত্য উদঘটন করবে।
প্রিন্সেস ডায়ানার মৃত্যুর আগে ১৯৯৫ সালে সেই আলোচিত ও সমালোচিত সাক্ষাৎকারটি নিয়েছিলেন পাকিস্তানি বংশদ্ভূত ব্রিটিশ সাংবাদিক মার্টিন বশির। ডায়ানার ভাই আর্ল স্পেনসার অভিযোগ করে বলেন বশির ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে সাক্ষাৎকার দিতে রাজি করিয়েছিলেন। ডায়ানার বড়ছেলে প্রিন্স উইলিয়াম এক বিবৃতিতে তদন্তকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছেন। গত ১৮ নভেম্বর দেশটির সবচেয়ে জ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত বিচারপতি লর্ড ডাইসনকে এই তদন্তের জন্য নিয়োগের ঘোষণা দিয়েছে বিবিসি। বিবিসির মহাপরিচালক ডিম ডেভি বলেছেন, এই ঘটনার সত্য উদঘাটনে বিবিসি প্রতিশ্রুতিবদ্ধ তাই স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে। ডায়ানার ভাই ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন বশির তার সঙ্গে বৈঠকে রাজপরিবারের একাধিক জ্যেষ্ঠ সদস্যদের বিরুদ্ধে ভুয়া ও মানহানিকর অভিযোগ তুলে ধরেন। বর্তমানে মার্টিন বশির বিবিসির ধর্মবিষয়ক সম্পাদক। আর্ল স্পেনসারের অভিযোগ নিয়ে বিবিসির প্রতিবেদনে তার কোনো মন্তব্য নেই।