আমার দেশের চাষি
রোদে পুড়ে জলে ভিজে
ভুলে নিজের কথা
মাটির আলিঙ্গনে তাঁরা
ভুলে সকল ব্যথা।
মাটির সনে কথা বলে
মাটির মানুষ তাঁরা
মাটির মাঝে সোনার ফসল
ফলিয়ে তুলে যাঁরা।
পান্তা ভাতে পেটের ক্ষুধা
এক নিমিষে শেষ
নিজের দেহে ঘাম জড়িয়ে
গড়ে তুলে দেশ।
অবহেলার জীবন তাদের
তবুও মুখে হাসি
সোনার ফসল ফলায় কত
আমার দেশের চাষি।