Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শরৎ আসে

শরৎ আসে নীল আকাশে 
নিয়ে মেঘের ভেলা 
চাঁদের আলো পানির সাথে 
খেলে লুকোচুরি খেলা ।

 

শাপলা শালুক ফোটে বিলে
কৃষক টানে ধরে  
হঠাৎ করে মাঝ আকাশে 
মেঘ গুড়গুড় করে ।

 

কেয়া, কেতকী, শিউলি, কদম 
আরও কত ফুল ! 
নদীর পানি উথলে পড়ে
ছাপিয়ে দু'কুল।

 

খালে বিলে পেয়ে পানি 
দুষ্টু ছেলে দল  
সকাল বিকাল সাঁতার কাটে
খুশিতে মশগুল । 

 

শরৎ কালে ধানের গোছা 
নেতিয়ে পড়ে জলে 
শরৎ এলে রোদ বৃষ্টির
গোপন খেলা চলে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ