Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত 

একজন নারী মা, মেয়ে, বোনের দায়িত্ব যেভাবে পালন করে ঠিক সেভাবেই অন্য সব কাজের দায়িত্বই ভালো ভাবে এবং নিষ্ঠার সাথে পালন করে। নিজেদের চেষ্টা এবং নিষ্ঠার দরুন ছেলেদের পাশাপাশি মেয়েরাও সব কাজ করছে। নারীরা পিছিয়ে নেই কোন অংশে। 

 

ব্রাজিলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সরকার নিউইয়র্কে বাংলাদেশের কনসার্ল জেনারেল হিসেবে দায়িত্বরত সাদিয়া ফয়জুন্নেসাকে নিয়োগ দিয়েছেন। 

 

১৯৯৯ সালে বিসিএস ১৮ তম ব্যাচে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন পেশাদার কূটনীতিক ফয়জুন্নেসা। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ বিষয়ক মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধির দায়িত্বসহ ব্যাংকক, বার্লিন এবং মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। 

 

সাদিয়া ফয়জুন্নেসা ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে এবং এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ