আষাঢ় এলে
আষাঢ় এলে টাপুরটুপুর
বৃষ্টি ঝরে সকাল-দুপুর,
বানের জলে উপচে পড়ে
নদীনালা, হাওড়, পুকুর।
নতুন জলে খলশে-পুঁটি
তিড়িংতিড়িং করে খেলা,
জেলেরা সব মাছ শিকারে
মেতে থাকে সারাবেলা।
জল-কাদাতে মাখামাখি
থাকে কতই রাস্তাঘাটে,
অথৈজলে হাঁসের ছানা
মনখুশিতে সাঁতার কাটে।
কদম, কেয়া ফুটে গাছে
শাপলা, শালুক, বেলিও হাসে,
বৃষ্টি ভিজে শিশুকিশোর
খেলতে অনেক ভালোবাসে।
অনন্যা/জেএজে