Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গরুর মাংসের কালা ভুনা

কালো ভুনা নাম শুনে মনে হতে পারে মাংস হয়তো পুরিয়ে ফেলা তা কিন্তু নয়। এটি দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও হয় সুস্বাদু। সকল মশলার স্বাদ সুন্দর ভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। কোরবানির ঈদ আর কালা ভুনা না হলে কি চলে? আজ গরুর মাংসের কালা ভুনা রান্নার রেসিপি জেনে নিন।

 

উপকরণ

গরুর মাংস- এক কেজি

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

কালো গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ

দারচিনি গুঁড়া- ১ চা চামচ

লবঙ্গ গুঁড়া- ১ চা চামচ

মরিচ গুঁড়া- ১ চা চামচ

এলাচ গুঁড়া- ১ চা চামচ

জায়ফল ও জয়ত্রী মিলিয়ে গুঁড়া- ১ চা চামচ

ভাজা জিরা গুঁড়া- ১ চা চামচ

সরিষার তেল- পরিমাণমত (চাইলে সয়াবিনও ব্যবহার করা যায়)

লবণ- স্বাদ মত

পিঁয়াজ ফালি- আধা কাপ

কাঁচা মরিচ- ইচ্ছা মত

 

প্রস্তুত প্রণালী

তেল ও পিঁয়াজ ছাড়া সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে মাংসকে চুলায় বসিয়ে দিন মাঝারি জ্বালে ঢাকনা দিয়ে।

কিছুক্ষণের মাঝেই মাংস থেকে পানি বের হয়ে আসবে এবং আস্তে আস্তে পানি টানতে শুরু করবে ও মাংস সিদ্ধ হয়ে আসবে। চাইলে এই কাজটা প্রেশার কুকারেও করতে পারেন। মাংস শুকিয়ে এলে নামিয়ে নিন। একটা পাত্রে তেল গরম করে পিঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে দিন। কাঁচা মরিচ দেবার সময় মনে রাখবেন যে গোল মরিচ আর লবঙ্গ উভয়েই কিন্তু ঝাল। পেয়াজ একটু ভেজেই মাংস দিয়ে দিন।

এবং জ্বাল কমিয়ে রান্না করুন ভাজা ভাজা করে। এমন ভাবে ভাজবেন যেন মাংসের মসলা শুকিয়ে তেলের উপরে ভেসে ওঠে, কিন্তু মাংস যেন শক্ত না হয়ে যায়।

ব্যাস, তৈরি হয়ে গেলো ঘরেই মজাদার কালা ভুনা। খাবার জন্য পুরানো ঢাকা বা চট্টগ্রাম ছুটতে হবে না, ঘরেই বানিয়ে নিতে পারবেন যখন তখন।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ