ঈদের খুশি বিল্লাল মাহমুদ মানিক প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১০:২৭ পিএম প্রতি বছর ঈদে অনেক নতুন জামা পাই, সেখান থেকে কিছু আমি তাদেরকে বিলাই- যাদের ঘরে খাবার কিংবা দেহে জামা নাই। সবাই মিলেমিশে ঈদের খুশিতে হারাই, কোর্মা-পোলাও ফিরনি-সেমাই মজা করে খাই; ঈদের নামাজ পড়তে আবার ঈদগাহেও যাই। Share