জল ফড়িংয়ের দেশে
জল ফড়িংয়ের পাখনা বড়
উড়তে পারে বেশ
নানান রকম রঙে সাজে
ঠোঁটে খুশির রেষ।
জল ফড়িংয়ের রঙিন দেশে
কে কে যাবি চল,
সেথায় মায়ার ঝরনা থেকে
নামে খুশির ঢল।
জল ফড়িংয়ের দেশে ফুটে
নানান রঙের ফুল,
মাঝির গলায় মাটির গানে
ব্যস্ত নদীর কূল।
জল ফড়িংয়ের দেশে গিয়ে
মণ্ডামিঠাই খাই
মায়ার দেশে কে কে যাবি
আয় রে চলে যাই।