খবর দিয়ো
মন খারাপের বিকেল এলে
মনে করে খবর দিয়ো,
রাতটা ভীষণ দীর্ঘ হলে
মনে করে খবর দিয়ো।
খুচরো স্মৃতি কষ্ট দিলে
মনে করে খবর দিয়ো,
ছেড়ে যাবার ভুলগুলোকে
ঝেড়ে মুছে ফেলে দিয়ো।
আমার খবর নাইবা নিলে
সুখবর তোমার মুঠোয় রেখো।
বস্তাপঁচা স্মৃতি আমার
তুমি সুখপ্রাচীরে বন্দী থাকো।
আমায় তুমি রোজ নিশীথে
খুব যতনে ব্যথাই দিয়ো,
তোমার চোখে জল গড়ালে
মুছে দেবো; খবর দিয়ো।