Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পিসিএ এর সভাপতির দায়িত্বে প্রথম নারী !

দা প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন শার্লট এডওয়ার্ডস। পিসিএ এর ইতিহাসে সভাপতি হিসেবে নির্বাচিত তিনিই প্রথম নারী। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে সভাপতি নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি। 

 

শার্লট এডওয়ার্ডস এর বয়স ৪১ বছর। এর পূর্বে তিনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এর দায়িত্ব পালন করেছেন। শার্লট এডওয়ার্ডস এর পূর্বে এই দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্রাহাম গুচ। ২০১৮ সালে অ্যান্ড্রু ফ্লিন্টফের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গুচ।

ইংল্যান্ডের হয়ে প্রায় দুই দশক খেলেছেন এডওয়ার্ডস। তিন সংস্করণ মিলিয়ে রান করেছেন ১০ হাজারের বেশি। ২০০৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি। নতুন এই দায়িত্ব পেয়ে ভিডিও বার্তায় এডওয়ার্ডস জানান, ক্রিকেটকে সামগ্রিকভাবে সমৃদ্ধ করার চেষ্টা থাকবে তার। 

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করতে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল পিসিএ। উল্লেখ্য, সংস্থাটিতে ২০১১ সাল থেকে নারীদের সদস্য হিসেবে যোগ করা হয়।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ