আমি তোমায় যতো
আমি তোমার মোবাইলে
ব্যাল্যান্স, ভরে দিয়েছি যতো
কানের পোকা নেড়ে, দিনরাত
ততটাই, করেছি উদ্ধার
আমি তোমার মানিব্যাগে
হাত খরচ, দিয়েছি যত
হৃদয়ের গ্রামীণ ব্যাংকে, কয়েন
ততটাই, করেছি সঞ্চয়
বিনিময়ে তুমি, শহুরে কিপ্টের হদ্দ
ফুচকা খাইয়ে, সেরেছো দায়
আয়ের শিকি ভাগ, করেছো ব্যয়
বরাদ্ধে, ঘাটতি বরাবর
বিনিময়ে নিয়ে, গিয়েছি ডিনারে
সাজিয়েছি প্রেম, মনে-মিনারে
নদীর কিনারে কলকল, সাজিয়েছি সিকোয়েন্স
তুমি গুঁজেছ, কানে তুলো
আমি তোমার হৃদয়ে
তালা, ভেঙেছি যতোবার
বিনিময়ে তুমি, ঠিক ততো
জড়িয়েছো, আমায় শিকলে