Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

লড়াই

মাটিকে জানতে হলে, আপনাকে জানতে হবে
আপনাকে জানতে হলে, আপনার মাটিকে জানতে হবে
পাখি যেভাবে দুলন্ত খাঁচায় অপত্য স্নেহ  ধরে রাখে 

 

যে মাটিতে আপনার মা, ওপারে ছেড়ে আসা নানা নানী,

ভিটে মাটি স্বজন পরিজনের জন্য কাঁদতো
তানপুরার তারে তারে রিক্ত ব্যঞ্জন 
সে মাটিতে আপনার বুকে,

হাজার হাজার দেশ ছেড়ে যাওয়া মানুষের যন্ত্রণা

 

বাপ্ ঠাকুর্দার ভিটে ছেড়ে আসা মানুষের কান্না
সুপুরি নারকেল গাছের ছায়া দোলে 

অস্তাচলে, আনাড়ি সীমারেখা টেনে ব্রিটিশ রাষ্ট্র বোঝেনি সেদিন
দুটো দেশ,দুটো রাজত্ব,ধর্মধ্বজী নেতাদের পায়া ভারী
সেই খুঁটি এসে নাড়িয়ে দিলো ফের একদিন পাক হানাদারি সেনা
রক্তে কি কারো ধর্ম লেখা থাকে কোন, মাটির বুকে যেভাবে লাঙলের দাগ 

 

মানুষ মরলো কি বাঁচলো, কারইবা কি এসে যায় তাতে
হাজার হাজার মানুষের মরণপণ লড়াই, মাটির প্রতিটি কলিজা পোড়া টুকরোর সাথে

ফোটা ফোটা চোখের জলের নদী আপনাকে কাঁদায়
অমলিন বিষাদে,ঘনকাতর আকাশ ছেয়ে যায়

তানভীর মোকাম্মেল, নদীকে জানতে হলে আপনাকে জানতে হবে
আপনাকে জানতে হলে, আপনার নদীর কান্নাকে জানতে হবে

 

যুদ্ধ থামেনি এখনো, ইতিহাসের পুনর্নির্মানের এ যুদ্ধের অনলে আপনার পাশে
বিশ্বজুড়ে এপার ওপার চিরকাল,অনেককে হেঁটে যেতে হবে

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ