বদলে যাওয়া পৃথিবীতে ফিরলেন তিন নভোচারী!
ওলেগ স্ক্রাইপোচকা, জেসিকা মায়ার এবং আন্ড্রু মর্গান। এই তিন নভোচারী পৃথিবী ছেড়ে গিয়েছিলেন বছর খানেক আগে।
শনিবার একটি রাশিয়ান সয়ুজ মহাকাশযানে সুস্থভাবে তারা পৃথিবীতে ফিরে আসেন। তবে এক সম্পূর্ণ পরিবর্তিত পৃথিবীতে! বছর খানেক আগের পৃথিবীর সাথে এই পৃথিবীর আমূল পরিবর্তন। পুরো পৃথিবীজুড়ে মহামারীর প্রকোপে অবরুদ্ধ পরিবেশ।
মহাকাশে দীর্ঘ সময় কাটিয়ে ফিরে এসে পরিচিত পৃথিবীর স্বাদ নিতে পারছেনা মহাকাশচারীরা। তাদের স্বাভাবিক জীবন-যাপন রুটিনে এসেছে অনেক পরিবর্তন।
মহাকাশে অবস্থানকালীন সময়ে জেসিকা মায়ার সাংবাদিকদের বলেন, "নিচের পৃথিবীতে এরকম কিছু একটা যে ঘটছে, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে সেটা একটা পরাবাস্তব ব্যাপার বলে মনে হয়। কারণ এখান থেকে পৃথিবীটা আগের মতোই অপূর্ব লাগে। কাজেই আমরা পৃথিবী ছেড়ে আসার পর সেখানে যে এত পরিবর্তন ঘটে গেছে সেটা বিশ্বাস করা কঠিন।"
তিনি আরো বলেন, "এখানে আমরা কত নতুন কিছুর অনুসন্ধান নিয়ে ব্যস্ত। কাজেই মহাকাশ কেন্দ্রেও আমরা অতটা নিঃসঙ্গ বোধ করিনা। আমার তো মনে হয় এখানকার চেয়ে পৃথিবীতেই আমি বেশি নিঃসঙ্গ বোধ করবো।"
ফিরে আসা নভোচারীদের করোনা মহামারী থেকে ঝুঁকি মুক্ত রাখতে কঠোর স্বাস্থ্যবিধি নিরাপত্তা দেয়া হচ্ছে। এবং সেই সাথে তিন নভোচারীর পর যে নতুন নভোচারীদের পাঠানো হয়েছে তাদের বেলায় সবোর্চ্চ সর্তকতা ব্যবহার করা হয়েছে যাতে মহামারী মহাকাশে ছড়িয়ে না পড়তে পারে।