Skip to content

১০ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ই-ক্লাব ওমেন্স ফোরাম ডে ৮ই মার্চ

উদ্যোক্তাদের সংগঠন অন্টাপ্রেনিয়র ক্লাব অব বাংলাদেশ ই-ক্লাব – এর ওমেন্স ফোরাম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে  ' ই-ক্লাব ওমেন্স ফোরাম ডে ২০২১'।

আগামী ৮ মার্চ রোজ সোমবার রাজধানীর গুলশানের হোটেল সিক্স সিজনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দেশের মুলধারার ব্যবসা ও ই-কমার্স উভয় জগতেই নারীদের পদচারণার বিষয়টি অস্বীকার করার সুযোগ আর নেই।

'প্রেরণা, সাহসে নারীর ভুমিকাও প্রশংসনীয়।
তাই সফল নারী ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের এবং প্রেরণাদায়ী নারীদের সম্মানার্থে ওমেন্স ফোরাম এই আয়োজনটি বাস্তবায়ন করতে যাচ্ছে।

কয়েকটি ক্যাটাগরীতে বিভিন্ন সেক্টরের সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা নারীদের সম্মাননাও প্রদান করা হবে এই দিনে। নানা আয়োজন, মিথস্ক্রিয়া এবং আইডিয়া ও নলেজ শেয়ারিং নিয়ে আয়োজনটি সাজানো হয়েছে।

উল্লেখ্য, ই-ক্লাবের নতুন কমিটি খুব সম্প্রতি দায়িত্ব বুঝে নিয়েছেন। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মিশেলে এই সংগঠনের কাজ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ