সৈয়দপুর প্রাধান্য পাচ্ছে নারী শ্রমিকরা!
নারী এখন আর শুধু চার দেয়ালে বন্দী নেই। পরিবারকে সামলানোই নারীর একমাত্র পেশা নয়। বাইরের জগতেও পুরুষের পাশাপাশি সমান তালে এগিয়ে যাচ্ছে নারীরা। বড় বড় অফিস আদালত থেকে শুরু করে খেত খামার এর কাজও করছেন নারীরা। পুরো বিশ্ব জুড়ে চলমান সেই গতিতে তাল মেলাচ্ছেন সৈয়দপুরের নারীরাও।
পুরুষের পাশাপাশি সৈয়দপুরের নারীরাও এখন সমান তালে কাজ করছেন খেত-খামারে। কিন্তু ওই যে, চিরাচরিত বৈষম্য। পুরুষের তুলনায় নারীদের দেয়া হয় কম মজুরি। সমান কাজ করেও নারী শ্রমিকরা পান কম মজুরি। প্রতিদিন পুরুষ শ্রমিক ৩০০ টাকা পেলে নারী শ্রমিক পায় ২০০ টাকা। আবার অন্যদিকে কাজে ফাঁকি দেওয়ার প্রবণতাও তাদের কম। তাই দিনদিন মহাজনদের কাছে নারী শ্রমিকদের কদর বৃদ্ধি পাচ্ছে।
উপজেলার বোতলা গাড়ি ইউনিয়নের জমিলা, সালেহা সহ একাধিক শ্রমিক জানান, পুরুষের সমান কাজ করলেও আমাদের কম মজুরি দেওয়া হয়। কামার পুকুর ইউনিয়নের কৃষক আজাদ বলেন, এখন নারী শ্রমিক পাওয়াটাও কষ্টকর হয়ে পড়েছে। প্রতিদিন পুরুষ শ্রমিককে ৩০০ টাকা আর নারী শ্রমিককে ২০০ টাকা দিতে হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, নারী শ্রমিকরা খেতের কাজে পারদর্শী হয়ে উঠলেও এখনো তারা কম মজুরি পাচ্ছেন।