দেশের প্রথম সিনেমা হিসেবে অস্কারের জন্য মুক্তি পাচ্ছে “গোর”
বাংলাদেশের ইতিহাসে প্রথম সিনেমা হিসেবে অস্কারের জন্য দেশের বাহিরে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েত এর সিনেমা “গোর”। অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করার সুযোগ পেতে যাচ্ছে সিনেমাটি।
দেশে প্রথম ইংরেজি ভাষা ব্যবহার করে নির্মিত চলচ্চিত্র এটি। এর ইংরেজি নাম ‘দি গ্রেভ’। ১ জানুয়ারি থেকে স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে সিনেমাটি মুক্তি পেয়েছে। ‘দ্য গ্রেভ’ ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাউন্টির একটি সিনেমা হলে মুক্তি পাবে। এ বিষয়ে গাজী রাকায়েত জানালেন, সেখানে এক সপ্তাহ বাণিজ্যিকভাবে দেখাতে পারলে অস্কারে একাডেমি অ্যাওয়ার্ডের মূল পর্বে লড়তে পারবে ‘দ্য গ্রেভ’।
তিনি আরো বলেন, “প্রথমবার কোনো বাংলাদেশি সিনেমা লস অ্যাঞ্জেলেসের কাউন্টিতে প্রদর্শিত হতে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য গর্বের। সিনেমাটি করার পর থেকেই আমি আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কথা বলা শুরু করি। এলিট ক্যানভার নামের একজন নামকরা ডিস্ট্রিবিউটর আমাদের সিনেমা পছন্দ করেন।”
তিনি আরো জানান, “যেমন ‘প্যারাসাইট’ সিনেমাটি সেরা সিনেমা এবং সেরা বিদেশি ফিচার ফিল্মে প্রতিযোগিতা করেছে, ‘দ্য গ্রেভ’ সিনেমাটিও তেমনটা করতে পারবে। তবে যদি করোনার কারণে সিনেমাটি প্রদর্শিত নাও হয়, তাহলে আমরা একটি সার্টিফিকেট পাব। যার মাধ্যমে সরাসরি অস্কারের সেরা সিনেমা বিভাগে জমা দেওয়ার সুযোগ পাব।”
সিনেমাটির মূল গল্পটি একজন গোর খোদকের। গোর খোদকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ ও টেলিভিশনের অভিজ্ঞ নির্মাতা রাকায়েত নিজেই। সঙ্গে আছেন মৌসুমী হামিদ। এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, মামুনুর রশীদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, এ কে আজাদ সেতু, দীপান্বিতা, ওমর ফারুক প্রমুখ।