Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মুখের কালো দাগ দূর করতে করণীয়

অনেক সময় আমাদের মুখে ব্রণ, মেসতার ফলে গালে কপালে কালো দাগের সৃষ্টি হয়। ব্রণ সেরে গেলেও মুখের কালো দাগগুলো রয়েই যায়। যার ফলে সুন্দর চেহারায় সৌন্দর্য ফুটে উঠেনা। মুখে কালো দাগের জন্য অনেকেই বিব্রত বোধ করেন। এর ফলে হীনমন্যতার সৃষ্টি হয়। তবে মুখের এই কালো দাগগুলো থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। ঘরোয়া কয়েকটি উপায়ে সম্ভব মুখের কালো দাগগুলো দূর করা।

 

 

দুধ ও মধু

 

মুখের কালো দাগ দূর করতে করণীয়

দুধ ও মধু একসাথে মিশিয়ে তা মুখের কালো দাগগুলোর উপর ১০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন। কয়েকদিনের টানা ব্যবহারে দূর হয়ে যাবে বিশ্রী কালো দাগগুলো।

 

 

আলুর রস 

 

মুখের কালো দাগ দূর করতে করণীয়

মুখের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকারী উপাদান হল আলুর রস। শুধুমাত্র আলুর রসের সাথে সামান্য মধু মিশিয়ে তা মুখে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়ার পর পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

 

লেবু 

 

মুখের কালো দাগ দূর করতে করণীয়

ভিটামিন ‘সি’ সমৃদ্ধ লেবুর রস মুখের কালো দাগ দূর করতে ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুবই কার্যকারী। লেবুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে কালো দাগের উপর লাগিয়ে রাখুন এবং শুকিয়ে গেলে তা ধুয়ে ফেলুন।
 

এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারলে সম্ভব মুখের কালো দাগ দূর করা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ