শরৎকাল
শরৎ বেলা মেঘের মেলা
নীল আকাশটা জুড়ে,
আকাশে দেখি বাতাসে দূরে
শঙ্খচিলটা বেশ উড়ে
নদীর তীরে খুব আদরে
কাশফুলেরা দুলে,
শেফালি-ফুল করে আকুল
ভোরের স্নিগ্ধ সকালে।
শাপলা বিলে শালুক ঝিলে
চাঁদমালা ফুল হাসে,
সকালবেলা হিমেল হাওয়ায়
শিশির পরে ঘাসে।
শরৎকালে সকাল বিকাল
ঝরঝরিয়ে তাল পড়ে,
মায়ের হাতের পিঠার স্বাদের
তুলনা নাহি চলেরে।
অনন্যা/এসএএস