ব্যবধান

গোয়াল ভরা গরু নেই, গোলা ভরা ধান,
আগের সাথে বর্তমানের এইতো ব্যাবধান।
নবান্নের উৎসব নেই, নেই খেঁজুর রস,
পিঠা পুলি বানানোর নেই কারো যশ।
হা-ডু-ডু বলি খেলায় নেই মনযোগ,
ক্রিকেট নিয়ে ব্যাস্ত থাকার দেখা দিল রোগ।
কাবাডি আর বৈচি খেলার নামটি গেছে ভুলে,
জারি সারির নাম জানেনা ব্যান্ড গায় গলা তুলে।
ষাঁড়ের লড়াই দেখিনা আর কবি গানের খেলা,
পহেলা বৈশাখে বসেনা আর বটতলার ঐ মেলা।
বাঙ্গালী আজ অনুকরন করছে ইংলিশ,
পহেলা বৈশাখে খায় আবার পান্তা ভাতে ইলিশ।
বাঙ্গালীর উৎসব গুলো হারিয়েছে প্রান,
আগের সাথে বর্তমানের এইতো ব্যাবধান।