ভালোবাসার সুদ

ভালোবাসা যেন এক নিরেট সুদের কারবার-
যেথা প্রতিনিয়ত মনের বিনিময়ে মন বিকিকিনি হয়,
লাভ-ক্ষতি হিসাব কষে প্রতি ফোঁটা চোখের জলে,
গড়ে উঠে অবিশ্বাসের নগ্ন শর্তের পিরামিড।
নিঃসৃত হয় যৌবন, নিঃস্ব হয় সতীত্বের অস্তিত্ব
সংযুক্ত হয় করুণা, প্রতারণা আর ছলনার রূপ।
ভালোবাসার ফিনকি দিয়ে নির্গত নির্যাস-ই সুদ!
জেনেশুনে বিষ পানে মশগুল! ভালোবাসায় বুঁদ?
যদি হয় নিঃশর্ত নিঃস্বার্থ সুদ বিহীন নিখুঁত ভালোবাসা-
আসবে স্বর্গসুখ, দূর আকাশে ভেসে যাবে সমস্ত অসুখ।