Skip to content

৯ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নারী রেফারি হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন ফ্রেপার্ট

ঘরে এবং বাইরে সমান তালে নারীদের দুর্দান্ত পারফরম্যান্স আমরা দেখেছি। ঘর সামলে নারী হয়ে উঠেছেন মানব সেবী, হয়েছেন আকাশ পথের চালক, হয়েছেন প্রশাসনের কর্মকর্তা। এমনকি সংসারের সীমাবদ্ধতা রুখে দিয়ে নারী নিয়েছেন দেশের দায়িত্বও। এই নারীই আবার ইতিহাস গড়েছেন খেলার মাঠেও। এমনি এক নারী স্তেফানি ফ্রাপা। নারী ম্যাচ রেফারি হিসেবে প্রথমবারের মত কীর্তি অর্জনের ইতিহাস গড়তে যাচ্ছেন এই নারী। 

 

চ্যাম্পিয়ন লীগের কথা উঠলেই ইউরোপীয় শীর্ষ স্থানীয় লীগ গুলোর দুর্দান্ত পারফরম্যান্স চোখে ভেসে উঠে। এবার য়্যুভেন্তাস- ডায়নামো কিয়েভ ম্যাচে খেলা ছাড়াও নজর কাড়ার মত ঘটনা হচ্ছে ম্যাচ পরিচালক নারী রেফারি। 

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথমবারের মত রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এই নারী। 

 

এর আগেও পুরুষ ফুটবল ম্যাচ পরিচালনা করেছেন ফ্রাপা। গতবছর উয়েফা সুপার কাপের ফাইনালে লিভারপুল বনাম চেলসির হাইভোল্টেজ ম্যাচেও রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ৩৬ বছর বয়সী এই ফরাসি নারী।

 

গতবছরই নারী রেফারি হিসেবে তার অভিষেক হয় এমেইন বনাম স্ট্রসবুর্গের ম্যাচের মাধ্যমে। এরপর প্রথম নারী রেফারি হিসেবে পরিচালনা করে ফরাসি লিগের ম্যাচ। এমনকি গত নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ডস ম্যাচের পরিচালনা করেন ফ্রাপা। এবার নাম লেখাতে যাচ্ছেন ক্লাব ফুটবলের সবথেকে জনপ্রিয় আসরে। এই নারী প্রমাণ করে দিতে চান পুরুষ সহকর্মীদের মত সমান দক্ষতা তারাও রাখেন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ