Skip to content

অবাধ্য পাখি

অবাধ্য পাখি

গাড় অন্ধকার তবুও আলোর ঘর
মিছে মায়ায় সুখ খুঁজো নির্বোধ পশু
বেখেয়ালি জীবন পথভ্রষ্ট মন
আয়নায় দাঁড়িয়ে দেখো আমল নামা

স্বপনে বিভোর বেহায়া চোখ
খামাকা ওড়াউড়ি অবাধ্য পাখি
তুমি কি সূর্যের অস্ত দেখনি বোকা!
বিদায় ঘণ্টার পর সময় বলে কিছু নেই।