Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কষ্ট

কষ্ট তুমি সুখের সাথে দিচ্ছ নাকি আড়ি?
তোমায় নিয়ে থিসিস করার শখ হয়েছে ভারি।
তোমায় পেতে স্রোতের নদী, সাগর দেবো পাড়ি
দেখবো কত ওজন তোমার? কয়শত টন ভারী?

কষ্ট তুমি দেখতে কেমন? লম্বা নাকি বেঁটে?
কেমন করে চলো তুমি? জাহাজে না হেঁটে?
আচ্ছা বলো, কালার কেমন? সোনালি না মেটে?
তোমার কোনো গ্রন্থ আছে? নাকি পাবো নেটে?

কষ্ট তুমি কত প্রকার? এবং বলো কি কি?
তোমার ভয়ে মানুষ হয়ে অল্পদামে বিকি!
কাকে কত আঘাত করো? বলো আমি লিখি
একটু যদি বলো আমায়, চেনে নেবো ঠিকই।

কষ্ট তুমি তাড়িয়ে বেড়াও নিত্য সুখের পিছু
তুমিও খাও কলা আপেল? কমলা আতা লিচু?
আমার কথা শুনে কেন করছো মাথা নিচু?
চুপে কেন আছো তুমি? বলো আমায় কিছু?

কষ্ট তুমি বড্ড পাজি! আমায় ফাঁকি?
তোমার খুঁজে দিবানিশি সিক্ত আমার আঁখি!
ফাঁকিবাজি করে তুমি লুকিয়ে থাকো নাকি?
তুমি কেমন জেনে নেবো থাকতে জীবন বাকি।

অনন্যা/জেএজে

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ