কি এবং কেন দেজা ভ্যু
আপনি ইংরেজি বই পড়ে থাকলে বা মুভিগুলো দেখলে “দেজা ভ্যু ” শব্দটি একবার হলেও আপনি শুনতে পেয়েছেন। শব্দটি শুনলে লাগে যেন কোন ম্যাজিক জাতীয় কিছু একটা হবে। তবে না দেজা ভ্যু মূলত হচ্ছে পূর্বদৃষ্ট বা এক অনুভবের অভিজ্ঞতা যা একজন ইতঃপূর্বে সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছে । ফরাসি ভাষায় ‘দেজা ভ্যু’ মানে ‘ইতিমধ্যেই দেখা হয়েছে এমন’। ঘুরতে ঘুরতে নতুন একটি জায়গায় গিয়ে হঠাৎ মনে হতে পারে, এই শহরে আমি আগেও এসেছি। স্মৃতিতে এমন অনুভূতি হলেও বাস্তবে তা ঘটেনি । এ ধরনের অনুভূতিকেই বলা হয় দেজা ভ্যু। শুধু জায়গা না এমনকি কারও সঙ্গে প্রথম দেখায় তাঁকে পরিচিত মনে হলেও দেজা ভ্যু হওয়ার কথা বলা হয়।
দেজা ভ্যু একটি সাধারণ অভিজ্ঞতা। ২০০৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, দেজা ভ্যুর ওপর করা ৫০টিরও বেশি সমীক্ষায় প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ অন্তত একবার এটি অনুভব করেছেন। অনেকে একাধিকবার অনুভব করার কথাও জানিয়েছেন। দেজা ভ্যু সাধারণত কোনো কিছু দেখার সঙ্গে সম্পর্কিত হলেও এটি শুধু দৃষ্টির মধ্যে সীমাবদ্ধ নয়। এমনকি জন্মান্ধ ব্যক্তিরাও দেজা ভ্যু অনুভব করতে পারেন। দেজা ভ্যু গবেষণাগারে পরীক্ষা করা কঠিন, কারণ এটি একটি ক্ষণস্থায়ী অভিজ্ঞতা। আর এর কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই। তবুও গবেষকেরা এটি বিশ্লেষণ করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছেন। যেমন, অংশগ্রহণকারীদের ওপর সমীক্ষা চালানো এবং স্মৃতির প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করে এর পেছনের বিজ্ঞান খুঁজে বের করার চেষ্টা করছেন।
দেজা ভ্যু পরিমাপ করা কঠিন হওয়ায় গবেষকেরা এটি ব্যাখ্যা করার জন্য বিভিন্ন তত্ত্ব দিয়েছেন। সেই তত্ত্বগুলো দেখা যাক।
স্মৃতিভিত্তিক তত্ত্ব
স্মৃতিভিত্তিক তত্ত্ব অনুসারে, আপনি হয়তো আগে কোনো এক সময়ে একই রকম পরিস্থিতি অনুভব করেছেন বা কোনো কিছুর সঙ্গে মিল আছে এমন কিছু দেখেছেন। কিন্তু সচেতনভাবে সেটি মনে করতে পারেন না। এটি আপনার অবচেতন মনে থেকে যায়। ফলে বর্তমান পরিস্থিতি পরিচিত মনে হয়, যদিও আপনি জানেন না কেন।
একক উপাদান তত্ত্ব
এই তত্ত্ব অনুসারে, দৃশ্যের কোনো একটি উপাদান আপনার পরিচিত হলে আপনি দেজা ভ্যু অনুভব করেন। তবে ভিন্ন পরিবেশে থাকার কারণে তা চিনতে পারেন না। যেমন, বাজারের দোকানদারকে রাস্তায় দেখলে চিনতে না পারা। মস্তিষ্ক তখন সেই পরিচিত উপাদানটি সম্পূর্ণ দৃশ্যের সঙ্গে মিলিয়ে ফেলে। ফলে পরিচিতির অনুভূতি তৈরি হয়। কিছু গবেষক এই তত্ত্বটি অনেক উপাদানেও প্রয়োগ করেছেন।
গেসটাল্ট পরিচিতি তত্ত্ব
গেসটাল্ট পরিচিতি তত্ত্ব দৃশ্যের বিন্যাস বা আকৃতির ওপর নির্ভর করে। যখন কোনো নতুন দৃশ্যের বিন্যাস আগে দেখা দৃশ্যের সঙ্গে মিলে যায়, তখন দেজা ভ্যু হতে পারে। উদাহরণস্বরূপ, কোনো বন্ধুর বসার ঘরে এমন একটি চিত্রকর্ম ঝুলতে দেখা গেল, যা সোফার ওপরে আছে এবং পাশে একটি বুকশেলফ। যদিও আপনি এই চিত্রকর্মটি আগে দেখেননি, তবে এরকম পরিবেশ বা বিন্যাস আগে দেখার কারণে পরিচিত মনে হতে পারে।
একটি গবেষণায় অংশগ্রহণকারীরা ভার্চ্যুয়াল রিয়ালিটিতে নতুন ঘর দেখেন এবং জানান, এগুলো কতটা পরিচিত মনে হচ্ছে। গবেষকরা দেখতে পান, পুরোনো ঘরের বিন্যাস নতুন ঘরের সঙ্গে যত বেশি মিলে, অংশগ্রহণকারীদের দেজা ভ্যু অনুভব করার সম্ভাবনা তত বেশি।
স্বতঃস্ফূর্ত মস্তিষ্কের কার্যকলাপ
কিছু তত্ত্ব অনুযায়ী, আপনার বর্তমান অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত নয় এমন স্মৃতির কার্যকলাপ ঘটলে দেজা ভ্যু হয়। মস্তিষ্কের স্মৃতি সংক্রান্ত অংশে এরকম কার্যকলাপ হলে ফলস পরিচিতির অনুভূতি হতে পারে। এই তত্ত্বের প্রমাণ মস্তিষ্কের টেম্পোরাল লোব এপিলেপ্সি রোগীদের কাছ থেকে পাওয়া গেছে। এ ধরনের রোগীদের মস্তিষ্ক বিদ্যুতের মাধ্যমে উদ্দীপিত করলে তাঁরা দেজা ভ্যু অনুভব করতে পারেন।
স্নায়বিক সংকেতের গতি
আরেকটি তত্ত্ব অনুযায়ী, মস্তিষ্কে তথ্য প্রবাহের গতি দেজা ভ্যুর জন্য দায়ী। মস্তিষ্কের বিভিন্ন অংশে তথ্য প্রবাহিত হয়ে উচ্চতর এলাকায় পৌঁছে আমাদের চারপাশের পরিবেশ বোঝার প্রক্রিয়া সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটলে, যেমন একটা অংশ দ্রুত বা ধীরে সংকেত পাঠালে মস্তিষ্ক পরিবেশকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারে। ফলে হতে পারে দেজা ভ্যু।
তাহলে সঠিক ব্যাখ্যা কী?
দেজা ভ্যুর সঠিক কারণ এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে উল্লিখিত তত্ত্বগুলোর মতে, এটি স্মৃতি প্রক্রিয়ায় একটি ক্ষণস্থায়ী ত্রুটি। ভবিষ্যতে বিজ্ঞানীরা এটা নিয়ে আরও গবেষণা করলে দেজা ভ্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে।