ভরে উঠুক আলোয় ভুবন

কুৎসিত কালিময় অন্তরের সকল
কালিমা চিরদিনের মতো ধুয়ে মুছে
শুভ্রতায় সুশোভিত হোক সকল প্রাণ
নির্মল হোক আজ প্রতিটি জীবাত্মা।
ভালোবাসার রঙিন আলোয় ম্লান হোক
জাগতিক ঐশ্বরিক সহস্র অমানিশা।
আমন্ত্রণ জানাই পূর্ণিমার জ্যোৎস্নাকে
আমাবস্যার তমাসাকে দীপ্তিতে ভরাতে।
তারুণ্যময় বিভায় প্রভু ভরিয়ে দিও প্রাণ
জীবনের যত আঁধার মুছে করে দাও সাফ।