Skip to content

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিত-বুমরাহদের সঙ্গে অনুশীলনে মোস্তাফিজ

আইপিএলে নিজের প্রথম আসরেই চমক দেখান মোস্তাফিজুর রহমান। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে সানরাইজার্স হায়দরাবাদ। তবে দ্বিতীয় আসরটি ভালো কাটেনি কাটার মাস্টারের। মাত্র এক ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। বোঝায় যাচ্ছিল, হায়দরবাদে তার দিন শেষ। অবশেষে তাই ফলেছে।

একাদশ আসরে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে হায়দরাবাদ। নতুন ঠিকানা গেঁড়েছেন মুম্বাই ইন্ডিয়ানসে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের এবারের আসরে অংশ নিতে ইতিমধ্যে মুম্বাইয়ে পৌঁছেছেন তিনি। দলের সঙ্গে যোগও দিয়েছেন।

যোগ দিয়েই সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন বাংলাদেশের বোলিং বিস্ময়। দলপতি রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়াদের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন দ্য ফিজ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ