Skip to content

“বাংলাদেশের উড়ন্ত সূচনা, বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে শুভ যাত্রা”

“বাংলাদেশের উড়ন্ত সূচনা, বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে শুভ যাত্রা”

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের, বাহরাইনকে উড়িয়ে ৭-০ গোলের জয়

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে সূচনা করেছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপের প্রতিপক্ষ বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে দিয়ে নিজেদের সামর্থ্যের দ্যুতি ছড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে হারিয়ে বাংলাদেশ আবারও প্রমাণ করেছে, ১২৮তম স্থানে থাকলেও তাদের আসল শক্তি অনেক বেশি।

প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিটার বাটলারের দল। শুরু থেকেই গতিময় পাসিং ও গোছানো আক্রমণে ছন্দ তৈরি করে তারা। শারীরিকভাবে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে দারুণ দাপট দেখিয়ে প্রথমার্ধেই ৫ গোল তোলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে গতি কিছুটা কমলেও যোগ হয় আরও দুটি গোল, সঙ্গে ক্লিন শিটও ধরে রাখে রক্ষণভাগ।

বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন তহুরা খাতুন। একটি করে গোল করেন শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, কোহাতি কিস্কু ও মুনকি আক্তার। অপর গোলটি আসে বাহরাইনের আত্মঘাতী ভুলে।

এই বড় জয়ের মাধ্যমে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠেছে বাংলাদেশ দল। সামনে অপেক্ষা করছে গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ মিয়ানমারের মুখোমুখি হওয়া। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৫৫তম স্থানে থাকা মিয়ানমার ইতোমধ্যে তুর্কমেনিস্তানকে হারিয়ে নিজেদের শক্তি জানান দিয়েছে।