Skip to content

হাতিরঝিলে শিশু ধ/র্ষণচেষ্টায় আসামির ১০ বছর কারাদ/ণ্ড

হাতিরঝিলে শিশু ধ/র্ষণচেষ্টায় আসামির ১০ বছর কারাদ/ণ্ড

ছয় বছরের শিশুকে রাজধানীর হাতিরঝিলের আমবাগান এলাকায় ধর্ষণচেষ্টার মামলায় মো. শুকুর আলী শেখের (৩৫) ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (৩০ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শুকুর আলী রাজবাড়ী সদরের লন্দানপুর গ্রামের মৃত এখলাছ শেখের ছেলে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শামছুজ্জামান দিপু এসব তথ্য জানান।

রায়ে সন্তোষ প্রকাশ করে পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ধর্ষণচেষ্টার মামলায় আসামি শুকুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় সর্বোচ্চ সাজা তথা ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ মে হাতিরঝিল থানার আমবাগানে মো. আতাহার আলীর রিকশা গ্যারেজের ভেতরে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করে শুকুর আলী। পরে শিশুটি কান্না করায় তাকে ছেড়ে দেয়। কান্নারত অবস্থায় বাসায় গিয়ে মায়ের কাছে ঘটনা জানায় শিশুটি। এ ঘটনায় পরের দিন ভুক্তভোগীর বাবা হাতিরঝিল থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে হাতিরঝিল থানা-পুলিশ। মামলার বিচার চলাকালে ছয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।