Skip to content

টাঙ্গাইলে নারীদের কাবাডিতে হাজারও দর্শকের ভিড়

টাঙ্গাইলে ঈদ আনন্দ বাড়িয়ে দিতে নারীদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ এই খেলা দেখতে ঈদের পরদিন কয়েক হাজার দর্শকের ভিড় জমে।

মঙ্গলবার (১ এপ্রিল) চৈত্রের পড়ন্ত বিকেলে সদর উপজেলার ধরেরবাড়ী হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।

নারীদের কাবাডি খেলায় গোপালপুর উপজেলা বনাম সদর উপজেলা নারী কাবাডি দল প্রতিযোগিতা করেন। খেলা দেখতে ধরেরবাড়ী ছাড়াও আশপাশের অন্তত ২০ গ্রামের কয়েক হাজার মানুষ মাঠে আসেন।

নির্ধারিত সময়ে খেলা শুরু হয়। টানটান উত্তেজনায় চলে প্রায় পুরো সময়। অবশেষে টাঙ্গাইল উপজেলা নারী কাবাডি দল গোপালপুর উপজেলাকে হারিয়ে বিজয় অর্জন করে।

দর্শকরা জানান, এই ধরনের গ্রামীণ খেলাগুলো ফিরিয়ে আনা হলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করা সম্ভব। প্রতিনিয়ত এমন আয়োজনের দাবি তাদের।

স্থানীয় স্কুলের শিক্ষক সেলিম রেজা বলেন, ‘একটা সময় স্কুল মাঠে ফুটবল কাবাডি ক্রিকেট ইত্যাদি খেলা হতো। এখন আর তেমন একটা চোখে পড়ে না। ধীরে ধীরে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ স্থানীয় যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। যুব সমাজকে এই মাদকের ছোবল থেকে বাঁচাতে রাষ্ট্রীয়ভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

আয়োজকরা জানিয়েছেন, সামাজিক অবক্ষয়ের কারণে প্রতিনিয়ত যুব সমাজ ধ্বংসের মুখে। কেউ মাদকের ছোবলে আবার কেউ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলা যুব সমাজ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে। তাই যুব সমাজকে খেলাধুলামুখী করতে এই আয়োজন।

আয়োজক মো. শওকত আলী বলেন, উঠতি বয়সী তরুণ-তরুণীকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে এই আয়োজন করা হয়েছে। প্রতিবছর এমন আয়োজন করা হবে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ