Skip to content

যেসব সিনেমা-সিরিজ ওটিটি মাতাচ্ছে

বর্তমানে বিনোদনের জগতে ওটিটি(ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মগুলো বিপ্লব ঘটিয়েছে। প্রেক্ষাগৃহের পরিবর্তে দর্শকরা এখন ঘরে বসেই নতুন নতুন সিনেমা ও সিরিজ উপভোগ করছেন। মার্চ মাসের শেষ সপ্তাহেও ওটিটিতে মুক্তি পেয়েছে বেশ কিছু আলোচিত সিনেমা ও সিরিজ। এটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। আসুন জেনে নেওয়া যাক, এই নতুন কনটেন্টগুলো সম্পর্কে এবং কোন প্ল্যাটফর্মে সেগুলো উপভোগ করা যাবে।

খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার
কলকাতা শহরের অপরাধ জগত, রাজনৈতিক কার্যকলাপ এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে এই সিরিজটি। গ্যাংস্টার, পুলিশ ও রাজনীতিবিদদের ত্রিমুখী লড়াইয়ে উত্তপ্ত কলকাতার চিত্র তুলে ধরা হয়েছে এখানে। সিরিজটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং চিত্রাঙ্গদা সিং। ২০ মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে সিরিজটি।

আনোরা
২৩ বছর বয়সী আনি মিখিভার একজন বার গার্ল যার জীবনে নাটকীয় পরিবর্তন আসে যখন তিনি রাশিয়ান ধনকুবেরের উত্তরাধিকারী ইভানের সঙ্গে সম্পর্কে জড়ান এবং পরবর্তীতে বিয়ে করেন। এই খবর রাশিয়ায় পৌঁছালে ইভানের পিতা, একজন প্রভাবশালী অলিগার্ক, তাদের বিয়ে মেনে নিতে পারেন না এবং নিউইয়র্কে এসে বিয়ে ভাঙার প্রক্রিয়া শুরু করেন। এই গল্পের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটি এ বছর অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতেছে। এতে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন, মার্ক এইডেলস্টেইন, আইভি ওক এবং কারেন কারাগুলিয়ান। চলচ্চিত্রটি বর্তমানে জিও হটস্টারে স্ট্রিমিং হচ্ছে।

স্কাই ফোর্স
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমানযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই সিনেমাটি। ভারতের সারগোধা বিমানঘাঁটিতে চালানো হামলার ঘটনাকে কেন্দ্র করে বিমানবাহিনীর দুই অফিসার কুমার ওম আহুজা ও কৃষ্ণার মিশন এবং কৃষ্ণার নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী গীতার প্রতীক্ষার কাহিনী তুলে ধরা হয়েছে এখানে। সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বীর এবং সারা আলী খান। ২১ মার্চ থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে এটি।

লুট কাণ্ড
গ্রামীণ ভারতের দুই ভাইবোনের সাধারণ ব্যাংক ডাকাতির পরিকল্পনা এবং হঠাৎ করে একটি অস্ত্রভাণ্ডারের সন্ধান পাওয়ার পর তাদের জীবনে ঘটে যাওয়া নাটকীয় ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিরিজটি। সিরিজটিতে অভিনয় করেছেন তানিয়া মানিকতালা, সাহিল মেহতা, জ্ঞানেন্দ্র ত্রিপাঠি এবং তৃষ্ণা সরকার। ২০ মার্চ থেকে এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে এটি।

রেভেলেশনস
এক শান্ত শহরে পাদ্রি মিন-চানের ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ঈশ্বরের ইঙ্গিতে ছেলের অপহরণকারীর পরিচয় জানতে পেরে তিনি ন্যায়ের সন্ধানে ঝুঁকিপূর্ণ অভিযানে নামেন। অপরদিকে গোয়েন্দা ইয়ন-হি মামলাটি তদন্ত করতে গিয়ে নিজের মানসিক দ্বন্দ্বের মুখোমুখি হন। ‘ট্রেন টু বুসান’ ও ‘হেলবাউন্ড’-এর পরিচালক ইয়ন সাং-হোর নতুন থ্রিলার সিনেমা ‘রেভেলেশনস’ আপনাকে টানটান উত্তেজনায় রাখবে। সিনেমাটিতে অভিনয় করেছেন রু জুন-ইয়ল, শিন হিউ-বিন এবং শিন মিন-জে। ২১ মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এটি।

কান্নেডা
১৯৯০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই ক্রাইম থ্রিলারটিতে এক পাঞ্জাবি অভিবাসীর গল্প তুলে ধরা হয়েছে, যে কানাডায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে সংগীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু তার এ লড়াই ভয়ানক পরিস্থিতির দিকে মোড় নেয়, যখন সে অপরাধ জগতের বিপজ্জনক কিছু ব্যক্তির সঙ্গে জড়িয়ে পড়ে। সিরিজটিতে অভিনয় করেছেন পারমিশ ভার্মা, অরুনোদয় সিং এবং রণবীর শোরে। ২১ মার্চ থেকে জিও হটস্টারে স্ট্রিমিং হচ্ছে এটি।।

এই নতুন কনটেন্টগুলো ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিনোদনের নতুন ধারায় এই সিনেমা ও সিরিজগুলো আপনার সময়কে আরও উপভোগ্য করে তুলবে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ