Skip to content

মা হৃদরোগে আক্রান্ত, তড়িঘড়ি করে ভারতে ফিরলেন গৌতম

মা হৃদরোগে আক্রান্ত, তড়িঘড়ি করে ভারতে ফিরলেন গৌতম

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। তবে সিরিজ শুরুর আগে হঠাৎ করে দেশে ফিরেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। বৃহস্পতিবার (১২ জুন) পারিবারিক কারণে দেশে ফিরতে হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ১১ জুন গম্ভীরের মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি করে দেশে ফিরছেন গম্ভীর। দিল্লির একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি আছেন।

বিশেষ পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অনুমতি নিয়ে বাড়ি ফিরেছেন গম্ভীর। মাকে দেখে এবং চিকিৎসা সংক্রান্ত সব ব্যবস্থা করে আবার ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। প্রথম টেস্ট শুরুর আগেই তিনি ইংল্যান্ড চলে যাবেন। ভারতীয় শিবির সূত্রে খবর, সব ঠিক থাকলে ১৭ জুন দলের সঙ্গে যোগ দেবেন ভারতের প্রধান কোচ।

আগামী ২০ জুন হেডিংলেতে শুরু হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই সিরিজ দিয়েই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ।