Skip to content

২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সংগীতশিল্পী সারদা আর নেই

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার সারদা রাজন আয়েঙ্গার আর নেই। বুধবার (১৪ জুন) ৮৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই গায়িকা।

১৯৩৭ সালে তামিল পরিবারে জন্ম সারদার। রাজ কাপুরের হাত ধরে বলিউডে পা রাখেন এই সংগীতশিল্পী। এই পরিচালকই তাকে সংগীতপরিচালক জুটি শঙ্কর-জয়কিশনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

সারদা ‘সুরজ’ সিনেমার ‘তিতলি উড়ি’ গানের জন্য রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে। এ সিনেমার মাধ্যমেই প্লেব্যাকে অভিষেক হয় তার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

সারদা যে সময় বলিউডে ক্যারিয়ার গড়েন, সে সময় লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের মতো শিল্পীরা দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড। তাদের মধ্যেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছিলেন সারদা।
সারদা ‘অ্যান ইভনিং ইন প্যারিস’, ‘গুমনাম’, ‘সপনো কা সওদাগর’-এর মতো সিনেমায় গান করেছেন। এ ছাড়া মুমতাজ, শর্মিলা ঠাকুর, রেখা, হেমা মালিনীর মতো অভিনেত্রীদের জন্যও গান করেছেন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ