বারান্দা সাজান টেরাকোটার ছোঁয়ায়
নগর জীবনের ব্যস্ততার মাঝে বারান্দা হতে পারে একটুখানি প্রশান্তির জায়গা। ইট-কাঠের একঘেয়ে পরিবেশের বাইরে এসে বারান্দাকে সাজিয়ে তুলতে পারেন নিজের মতো করে। বিশেষ করে যদি বারান্দায় সবুজের ছোঁয়া চান, তবে টেরাকোটার ব্যবহার এনে দেবে অন্যরকম এক নান্দনিক সৌন্দর্য।

দেয়ালে টেরাকোটার রঙ
বারান্দার সৌন্দর্য বাড়াতে দেয়ালে টেরাকোটার রঙ ব্যবহার করতে পারেন। এর সঙ্গে ধূসর বা মাটির রঙের সংমিশ্রণ দিলে বেশ চমৎকার লাগবে। যদি বারান্দায় দুই-তিনটি দেয়াল থাকে তবে একটিতে টেরাকোটা আর অন্যটিতে হালকা কোনো রঙ দিতে পারেন। এটা সৌন্দর্যে ভিন্ন মাত্রা যোগ করবে।
দেয়ালের সাজসজ্জা
টেরাকোটার টালি, নকশাদার ফলক বা মুখোশ দিয়ে বারান্দার দেয়াল সাজাতে পারেন। এগুলো সহজেই বাজারে পাওয়া যায় এবং দেয়ালে ঝুলিয়ে দিলে সুন্দর একটি ঐতিহ্যবাহী পরিবেশ তৈরি হয়।
টেরাকোটার টব ও গাছ
গাছপালা ছাড়া বারান্দা সাজানো যেন অসম্পূর্ণ। বাজারে কম দামে বিভিন্ন ডিজাইনের টেরাকোটার টব পাওয়া যায়। ছোট-বড় বাহারি গাছ লাগিয়ে এই টবগুলো দিয়ে বারান্দার এক কোণে বা রেলিংয়ের পাশে সাজিয়ে নিতে পারেন।
টেরাকোটার শৈল্পিক স্পর্শ
হস্তশিল্পের প্রতি যদি আগ্রহ থাকে তাহলে বারান্দার এক কোণে রাখতে পারেন টেরাকোটার হাতি, ঘোড়া বা মুখোশের মতো শৈল্পিক সামগ্রী। এগুলো বারান্দায় এনে দেবে দৃষ্টিনন্দন এক আবহ।
পর্দায় টেরাকোটার ব্যবহার
বারান্দার দরজায় টেরাকোটার পুঁতির ঝালরের পর্দা ঝুলিয়ে দিতে পারেন। এটি শুধু সৌন্দর্যই বাড়াবে না। পাশাপাশি হালকা বাতাসে দোল খেয়ে দেবে মৃদু ঝংকার। এটি আপনাকে এনে দেবে অন্যরকম এক প্রশান্তি।
টেরাকোটার এসব উপাদান ব্যবহার করে খুব সহজেই বারান্দাকে করে তুলতে পারেন আরামদায়ক, সুন্দর ও স্বতন্ত্র এক বিশ্রামের জায়গা।