মধ্যরাতে নারীদের শেকল ভাঙার পদযাত্রা
আমাদের বিগত সরকারের আমলে নিপীড়িত, নির্যাতন ও ধর্ষণের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিতে মধ্যরাতে নারীরা শেকল ভাঙার পদযাত্রা করেছে। শুক্রবার রাত ১২টার সময় শাহবাগ থেকে এই পদযাত্রা শুরু হয়ে তা শেষ হয় সংসদে ভবনে গিয়ে।
এসময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৩ দফা দাবি জানান। এই পথযাত্রায় দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলা হয়।
তারা বলেন, কোনো নারী নিপীড়নের শিকার হলে অভিযোগ জানাতে গেলে থানা- পুলিশি ও অন্যান্য হয়রানি বন্ধ করতে হবে।
নারীদের জন্য নিরাপত্তার অভাব সবসময়ই নারীরা অনুভব করে। এছাড়া সুষ্ঠু বিচারের ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয়।
এসময় গণপরিবহনে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করারও দাবিও জানান তারা। কারণ কোন পরিবহনের নিরাপত্তা খুবই ঠুনকো।
এর আগে পশ্চিমবঙ্গে একটি হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় সেখানেও রাজপথে নেমে আসেন নারীরা।
সব সময় সমাধানের জন্য কেন রাজপথেই নেমে আসতে হবে। নারীদের জন্য আইন নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব।