Skip to content

বিয়ে করছেন নির্মাতা রাজীব ও অভিনেত্রী মেহজাবীন

বাংলাদেশের শোবিজ জগতের জনপ্রিয় দুই মুখ আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী অবশেষে দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন। দীর্ঘদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও কখনোই তারা এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে এবার সেই সম্পর্কই পরিণত হতে চলেছে বিয়েতে।

তাদের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, চলতি মাসের ২৪ ফেব্রুয়ারি শুভ পরিণয়ে আবদ্ধ হতে চলেছেন এই তারকা জুটি। আর তার আগের দিন ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গায়ে হলুদ। তাদের বিয়ের আয়োজন নিয়ে এখন বেশ আলোচনা চলছে। জানা যায় যে ঢাকার অদূরে একটি অভিজাত রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। ২০১৯ সালে ঢাকার একটি বিপণি বিতানে তাদের একসঙ্গে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। এরপর কখনো কক্সবাজারে, কখনো আবার দেশের বাইরে ঘুরতে যাওয়ার ছবিও ছড়িয়েছে অনলাইনে। তবে বরাবরই তারা নিজেদের সম্পর্ক নিয়ে নীরব থেকেছেন।

অবশেষে সেই নীরবতা ভেঙে নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছেন তারা। যদিও এখনো পর্যন্ত বিয়ের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। তবে তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগিরই তারা শুভ কাজটি সম্পন্ন করবেন।

২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবীন চৌধুরী। প্রথমে নাটকে অভিনয় করলেও ধীরে ধীরে ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমায়ও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। গত মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’। সিনেমাটি দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ মুক্তি পেয়েছে। এই ওয়েব ফিল্মটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

অন্যদিকে, আদনান আল রাজীব দেশের অন্যতম জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত। তার নির্মিত বিজ্ঞাপনচিত্রগুলোতে ভিন্নধর্মী ভাবনা ও চমৎকার নির্মাণশৈলীর ছাপ পাওয়া যায়। বিজ্ঞাপন ছাড়াও তিনি নাটক ও ওয়েব কনটেন্ট নির্মাণ করেও প্রশংসিত হয়েছেন।

বিয়ে নিয়ে এখনো পর্যন্ত মেহজাবীন বা রাজীব কেউই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। সংবাদমাধ্যম থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তাদের ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, শিগগিরই তারা সুখবরটি আনুষ্ঠানিকভাবে জানাবেন।

শোবিজের এই জনপ্রিয় জুটির নতুন জীবনের জন্য অনেকেই শুভকামনা জানিয়েছেন। ভক্তরা অপেক্ষায় রয়েছেন, কবে তারা নিজেরাই তাদের নতুন পথচলার ঘোষণা দেবেন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ