Skip to content

চলছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 

চলছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 

করোনাকালে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও পালিত হচ্ছে 'বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২১।'  প্রতিবছর ১ থেকে ৭ই আগস্ট এই দিবসটি পালিত হয়ে থাকে৷ 

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২১-এর উদ্দেশ্য হল—মায়ের দুধ খাওয়ানোর সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সবাইকে অবহিত করা; মায়ের দুধ খাওয়ানোকে জনস্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করা এবং সর্বোচ্চ সফলতার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যুক্ত করা।

তবে এবার করোনা মহামারির দুঃসময়ে মাতৃদুগ্ধ দানে সহায়ক পরিবেশ এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কর্মক্ষেত্রে ছুটি, বেতন ভাতা, মাতৃত্ব সুরক্ষা ইত্যাদি নিশ্চিতকরণে তাগিদ দেওয়া হয়েছে। 

বিভিন্ন গবেষণা থেকে দেখা যায়, শিশু যদি মাতৃদুগ্ধ পান না করতে পারে তাহলে তার মধ্যে নানা ধরনের রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, পুষ্টিহীনতা ইত্যাদি দেখা দেয়৷ যার ফলে শিশুর মারাত্মক স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে। তাই এই করোনাকালে সকলকে এই বিষয়ে সচেতন হতে বলা হয়েছে।