Skip to content

২২শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পূজা এল

চল খোকা, চল খুকি, চল টুকটুকি

পূজা এল,পূজা এল,দেয় ঐ উকি?

আকাশ ভরা তারা, হল দিশেহারা

নতুন জামা পড়ে- দে তোরা সাড়া?

নীলাকাশে ভাসে শুভ্র মেঘের ঘুড়ি

মাঠে ঘাটে নৃত্য করে ঐ কাশ বুড়ি।

আঁচল তলে শিউলি ফুলে এল মৌ

উঠানে নির্জনে ফুল তুলি এক বৌ।

ঢাক বাজে শাখ বাজে, বাজে ঢোল

কাশি বাজে, বাঁশি বাজে, সুরে বোল।

আয় রে কে যাবি রে,দেখতে ঠাকুর

রাত নেই, দিন নেই, নেই জানা দূর।

কে এলো নাই এলো কে কে ঘুমায়

খুকুমণি রাত জেগে মিটি মিটি চায়।

কখন যে ভোর হবে আসবে সপ্তমী

তখন আর খোকা খুকু রবে না ঘুমি?

সপ্তমীর পূজা দেখতে যাবে খুলনায়

অষ্টমীর লুচি- সুজি, বাড়ি বসে খায়।

সাতক্ষীরা, যশোর যাবে মহা নবমীতে

মুখটি কি ভারি হবে বিজয় দশমীতে?

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ