Skip to content

৯ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে হারিয়ে টানা ছয় জয় রানী হামিদের

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ৪৫তম দাবা অলিম্পিয়াডে চমক অব্যাহত রেখেছেন বাংলাদেশি দাবাড়ু আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ। গতকাল শুক্রবার নবম রাউন্ডে নারী বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে শুধুমাত্র রানী হামিদই জয় পেয়েছেন।

নয় রাউন্ডের মধ্যে ছয় রাউন্ডে খেলেছেন ৮০ বছর বয়সী এই নারী দাবাড়ু। আর ছয়টিতেই জিতেছেন তিনি। গতকাল নবম রাউন্ডে চতুর্থ বোর্ডে খেলেছেন রানী হামিদ। তার আর্জেন্টাইন প্রতিপক্ষ আন্তর্জাতিক নারী মাস্টার মারিয়া বেলেন।

রানী হামিদের রেটিং ১৯০০ আর আর্জেন্টাইন দাবাড়ুর ২১৭২। এরপরও দুর্দান্ত খেলে জয় পেয়েছেন রানী হামিদ। তিনি অলিম্পিয়াডে নারী বিভাগে চতুর্থ বোর্ডে সেরা হওয়ার লক্ষ্য নিয়েছেন।

গতকাল ওপেন বিভাগে বাংলাদেশ ২.৫ – ১.৫ গেম পয়েন্টে লেবাননকে হারিয়েছে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরেছেন ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ড্র করেছেন। গতকাল ফাহাদ জিতলে আরেকটি জিএম নর্ম পেতেন। কাল ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় নিজ নিজ বোর্ডে জিতেছেন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ