Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নতুনের স্বপ্ন দেখি

দুই চোখ ভরে দেখি এখন
নব দিনের স্বপ্ন
মলিন জীর্ণ থাকবে নাকো
হৃদয় হবে প্রসন্ন।

কলুষিত এ ধরার মাঝেই
নতুনের গান গাইবো,
কলঙ্কের দাগ মুছে দিয়ে
নতুন পৃথিবী গড়বো।

নতুন ইচ্ছে দু’চোখ জুড়ে
সুখের ডানাই উড়বে,
আগামী দিনের তরুণ রবি
রঙিন সুখেই ভরবে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ