Skip to content

আজ প্রমিস ডে : কথা দেওয়ার দিন আজ

কাছের মানুষকে বা প্রিয় মানুষকে কথা দিয়ে কথা রাখার দিন আজ। এক কথায় কোন বিষয়ে প্রমিস করা।
কথা দেও বা কথা দিলাম মানেই যে কঠিন কোন বিষয় হবে তা নয়। কথা দেওয়া মানে একজন আরেকজনের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া একজন আরেকজনের পাশে থেকে সদা সর্বদা ভালো থাকা ভালো লাগা ভাগ করে নেওয়া।
কারণ আজ ১১ ফেব্রুয়ারি, ‘প্রমিস ডে’। প্রিয়জনকে কথা দেওয়ার দিন।

ভ্যালেন্টাইনস ডে’র আগে এক সপ্তাহ জুড়ে রয়েছে বিভিন্ন স্পেশ্যাল দিন পালন করা হয় রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডের পর আজ শুরু প্রমিস ডে।
দিনটি প্রেমের সম্পর্কের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসার মানুষকে নিয়ে একসঙ্গে পথচলার প্রতিজ্ঞা হবে আজ।

যদিও ভালোবেসে যত সহজে কথা দেওয়া হয় সেটি রক্ষা করার সময় দেখা যায় বিষয়টি তত সহজ নয়। সত্যিকথা বলতে- অনুভূতি প্রকাশের কোনো নির্দিষ্ট দিন বা সময় হয় না। তারপরও বিশ্বব্যাপী বিশেষ কিছুদিনকে নির্ধারিত করা হয় উদ্‌যাপন করার জন্য।
সম্পর্কের দৃঢ়তা অটুট রাখতে সম্পর্ককে প্রগাঢ় করতে প্রমিস বা অঙ্গীকার করা প্রয়োজন।
এছাড়াও এই দিবসটি আরো স্মৃতিময় করে তুলতে প্রিয় মানুষকে উপহার দিয়ে প্রমিস করতে পারেন কিছু মধুময় স্মৃতি রয়ে যাবে আর দিনটিও সুন্দর হবে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ