Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মধুমিতা

আজ কতদিন তোমাকে দেখি না
হিসেব মিলানো ভার;
সেই যে বিদায় নিয়েছিলে তুমি
ফিরে এলে নাকো আর!

অলসদুপুরে দোয়েলের ডাকে
উদাসীন হয়ে তার;
ফিরেও এলেনা বাঁশরীর টানে
প্রিয়তমা আরবার।

শুন বলি শুন, শুধু একবার
এই শ্রাবণের মাসে;
কদমগুচ্ছ হাতে নিয়ে এসো
সে প্রেমিকের তালাশে!

আসনি কখনো এই মেঠোপথে
গোধূলি লগ্নে আর;
সন্ধ্যা বেলায় পুঁথির আসরে
মধুমিতা একবার!

বিত্তের মাঝে চিত্তের সুখে
যদিও রয়েছ পড়ে;
প্রকৃত সে সুখ পেয়েছ কী কভু
তোমারই অন্তরে!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ