তোমায় ভালোবেসে
ধন্য হলো জন্ম মাগো তোমার কোলে এসে,
মরতে পারি হাসিমুখে তোমায় ভালোবেসে।
হাজার মায়ের স্বপ্নগুলো আঁকবো দু’চোখ ভরে,
মা- মাটিকে বাসবো ভালো তোমার মতন করে।
এ দেশ আমার নাড়ীর বাঁধন বক্ষে ধরে রাখি,
সূর্যটাকে আনব কেড়ে আঁধারটাকে ঢাকি।
সাগর,নদী,ফুল-পাখিদের গাইবো সাথে গান,
তোমার মায়ার শীতল পরশ জুড়ায় সবার প্রাণ।
তিমির রাত্রি ভেদ করে মা উঠবে সোনার রবি,
লাল -সবুজের নিশান মাঝে ভাসবে তোমার ছবি।
বিধু আলো ছড়িয়ে দেবে আঁধারটাকে ঢেকে,
সবুজ ধরা উঠবে জেগে তোমার হাসি দেখে।