Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সুতাং

সজল মেঘে মেঘে বেলা বয়ে যায়
জীবনের উচ্ছ্বাস ক্রমেই ম্রিয়মান
আচমকা সুদর অতীত রোমন্থন
নৈঃশব্দ্যের প্রহরে ভেতরে আবেগের ঝড় ,
পৃথিবীর আলো দেখা প্রথম প্রহর

শৈশবে ফেলে আসা প্রিয় জন্মভিটা
দাগ কেটে যায় বুকের ভেতর ,
ছাড়া বাড়ির মস্তবড় তেঁতুল গাছ
সারা গ্রামের মানুষের বৈকালিক আড্ডা

পাক পাখালির কিচির মিচির
মানুষ প্রাণীর স্বস্তি ও সুখের জায়গা
শান্ত সুনিবিড় প্রাণ জুড়ানো শীতল ছায়া ,
বাড়ির পিছনে সীমানা ছুঁয়ে বয়ে যাওয়া

শান্ত ছোট শীর্ণকায় নদী সুতাং
বাবার হাত ধরে সাঁতার শেখা
ভরা বর্ষায় নৌকায় বেকিটাকা বাজার
চৈত্রের শুকিয়ে যাওয়া সুতাং
হাঁটুজল ভেঙ্গে অনায়াসে পাটনি হাটির
নিতাই কাকার বাড়িতে যাওয়া ,


সুদূর অতীত দুঃখসুখের অমলীন স্মৃতি
মনোগহীনে অশান্ত বারতা
সেটে থাকে একরাশ বিষাদ বেদনা ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ