Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তোমার দোয়ায় ভালো আছি

দূর প্রবাসে হা-হুতাশে যায় যে কেটে দিন
বুক পাঁজরে মায়ের ছবি থাকে অমলিন।
ব্যথা পেলে মাগো বলে ডেকে উঠি যখন
মায়ের মন কি পায় সে খবর- কেঁদে ওঠে তখন?


তাই তো মাগো চওড়া হাসি দূর প্রবাসে থেকে
খুব গোপনে যাই গো কেঁদে বুকের দহন ঢেকে।
এখনো কি সকাল দুপুর উদাস থাকো চেয়ে
কবে তোমার মানিক আসবে উজান নদী বেয়ে?


সত্যি গো মা আর ক’টা দিন ঈদের ছুটি পেলে
পাখির মত আসবো ওড়ে ডানা দু’খান মেলে।
দূর প্রবাসে কে আছে মা- তোমার মত আপন
রোদে পুড়ে ঘামে ভিজে আঁকি তোমার স্বপন।


বুকের খাঁচা খুলে গেলে ব্যথা মেলে ডানা
মায়ের বুকে জমলে ব্যথা-তাইতো করি মানা।
সাত সমুদ্র তেরো নদী-দূর দেশের এই আলো
মাগো, আমি ভালোই আছি; তুমি থেকো ভালো।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ