রান্নাঘর থেকে নিমিষেই দূর হবে পিঁপড়া, জানুন উপায়
আপনি চা বানানোর জন্য দ্রুত রান্নাঘরে এসেছেন। চায়ের ফুটন্ত পানিতে চাপাতা ঢেলে চিনি দিবেন জন্য চিনি রাখা পাত্রটি হাতে দিলেন। দেখলেন বিশাল সংখ্যক পিঁপড়া ঘোরাফেরা করছে চিনির পাত্রে। পিঁপড়ার চলাফেরা রান্নাঘরের জন্য একটি সাধারণ সমস্যা। খাবারের গন্ধের টানে তারা দ্রুত রান্নাঘরে হাজির হয় এবং একবার এলে তাদের বিদায় করা কঠিন হয়ে পড়ে। তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি ও কার্যকর পন্থা ব্যবহার করে আপনি পিঁপড়া থেকে মুক্তি পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক রান্নাঘর থেকে পিঁপড়া দূর করার বিভিন্ন কৌশল ও প্রতিরোধমূলক ব্যবস্থা।
পিঁপড়া কেন আসে?
পিঁপড়ারা খাবারের প্রতি অত্যন্ত সংবেদনশীল। রান্নাঘরে খাবারের গন্ধ বা ফেলে রাখা খাদ্যদ্রব্য পিঁপড়াদের জন্য প্রধান আকর্ষণ। রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা চিনির দানা, ময়দা অথবা পানির ফোঁটাগুলোও পিঁপড়াদের আকর্ষণ করতে যথেষ্ট। এছাড়া অগোছালো এবং অপরিষ্কার রান্নাঘর পিঁপড়ার আস্তানা হয়ে উঠতে পারে।
পিঁপড়া দূর করার সহজ ঘরোয়া পদ্ধতি
লেবুর রস ও খোসা ব্যবহার
লেবুর রস পিঁপড়ার জন্য একটি প্রাকৃতিক প্রতিরোধক। লেবুর অম্লীয় গন্ধ পিঁপড়াকে দূরে রাখতে সাহায্য করে। লেবুর রস সামান্য পানির সাথে মিশিয়ে রান্নাঘরের কোণায় এবং যেখানে পিঁপড়া দেখা যায় সেখানে স্প্রে করুন। লেবুর খোসা টুকরো করে পিঁপড়ার রাস্তার উপর রাখলে তারা সরে যাবে।
ভিনেগার ও পানি মিশ্রণ
ভিনেগার পিঁপড়া দূর করার একটি চমৎকার উপায়। সমপরিমাণ ভিনেগার এবং পানি মিশিয়ে একটি স্প্রে বোতলে নিন। মিশ্রণটি রান্নাঘরের পিঁপড়ার পথ এবং আশেপাশে স্প্রে করুন। ভিনেগারের গন্ধ পিঁপড়াদের জন্য বিরক্তিকর, ফলে তারা এলাকা ছেড়ে চলে যায়।
বেকিং সোডা এবং চিনি মিশ্রণ
পিঁপড়ার জন্য এই মিশ্রণটি একপ্রকার ফাঁদ হিসেবে কাজ করে। সমান পরিমাণ বেকিং সোডা এবং চিনি মিশিয়ে পিঁপড়ার পথে রাখুন। চিনি তাদের আকর্ষণ করবে। অন্যদিকে বেকিং সোডা তাদের পক্ষে হজম করা অসম্ভব। তাই তাদের দূর করতে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর।
লবণ ছিটিয়ে দিন
লবণ পিঁপড়া প্রতিরোধে একটি সহজ উপাদান।রান্নাঘরের পিঁপড়ার পথ, জানালা, দরজা এবং যেখানে তারা বেশি ঘোরাঘুরি করে সেখানে লবণ ছিটিয়ে দিন। লবণের গন্ধ ও টেক্সচার তাদের জন্য বাধা হিসেবে কাজ করে।
দারুচিনি গুঁড়া ব্যবহার
দারুচিনির গন্ধ পিঁপড়াদের কাছে অপ্রিয়। দারুচিনি গুঁড়া পিঁপড়ার চলার পথে ছিটিয়ে দিন।এর গন্ধ এবং তেল পিঁপড়াদের এলাকা ছাড়তে বাধ্য করে।
পিপারমিন্ট তেল
পিপারমিন্ট তেল পিঁপড়া প্রতিরোধে অত্যন্ত কার্যকর। কয়েক ফোঁটা পিপারমিন্ট তেল পানিতে মিশিয়ে স্প্রে করুন। এই মিশ্রণ রান্নাঘরের কোণায় এবং যেখানে পিঁপড়া বেশি দেখা যায় সেখানে ব্যবহার করুন।
কফি গুঁড়া ব্যবহার
কফি গুঁড়া পিঁপড়ার পথের উপর ছিটিয়ে দিলে তারা সেখান থেকে সরে যাবে। রান্নাঘরের ফাটল বা কোণায় কফি গুঁড়া দিয়ে রাখুন। কফির গন্ধ তাদের জন্য বিরক্তিকর এবং এটি তাদের পথচলা ব্যাহত করে।
প্রতিরোধমূলক ব্যবস্থা
রান্নাঘরে খাবার খোলা অবস্থায় রাখবেন না।খাদ্যদ্রব্য ঢাকনা দিয়ে সংরক্ষণ করুন।প্রতিদিন রান্নাঘরের মেঝে এবং ক্যাবিনেট ভালোভাবে পরিষ্কার করুন। ঝাড়ু দেওয়া এবং ভেজা কাপড় দিয়ে মুছে রাখুন।রান্নাঘরে খাবারের কণা বা ফেলে রাখা খাবার দ্রুত পরিষ্কার করুন। বাসন ধুয়ে রাখুন এবং ময়লা বাসন জমতে দেবেন না।রান্নাঘরের ডাস্টবিন নিয়মিত পরিষ্কার করুন। আবর্জনা ঢাকনাযুক্ত পাত্রে রাখুন।রান্নাঘরে দেয়াল বা মেঝেতে কোনো ফাটল বা ছিদ্র থাকলে সেগুলো বন্ধ করুন। পিঁপড়ারা সাধারণত এসব ফাঁকা জায়গা দিয়ে প্রবেশ করে।
বাজারে পাওয়া যায় এমন প্রতিকার
যদি ঘরোয়া পদ্ধতিগুলো পর্যাপ্ত না হয় তবে বাজারে পাওয়া বিভিন্ন পেস্ট কন্ট্রোল পণ্য ব্যবহার করতে পারেন।
-পিঁপড়ার স্প্রে
-জেল বা পাউডার
-পিঁপড়া প্রতিরোধক টেপ
এগুলো ব্যবহারের আগে অবশ্যই নির্দেশিকা অনুসরণ করবেন এবং খাবার থেকে দূরে রাখবেন।
যেসব কাজ থেকে বিরত থাকবেন
পিঁপড়া মারার জন্য তৎক্ষণাৎ বিষ ব্যবহার করা অনেকসময় বিপজ্জনক হতে পারে। রান্নাঘরের পরিবেশে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এড়িয়ে চলুন। পরিষ্কার করার সময় অতিরিক্ত পানি ব্যবহার করবেন না। কারণ এটি পিঁপড়াদের আরও আকর্ষণ করতে পারে।
পিঁপড়া দূর করার জন্য ধৈর্য এবং সঠিক পদ্ধতির প্রয়োজন। ঘরোয়া উপকরণ ব্যবহার করে রান্নাঘর থেকে পিঁপড়া সহজেই দূর করা সম্ভব। তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। রান্নাঘর পরিচ্ছন্ন রাখলে শুধু পিঁপড়া নয় অন্য পোকামাকড় থেকেও মুক্তি পাওয়া যাবে।