গ্রীষ্মের দুপুর
খরতাপে পোড়ে সব
গ্রীষ্মের দুপুরে,
অসহ্য এই গরমে
গা ভেজায় পুকুরে।
ক্ষেপে থাকে রবিটা
তপ্ত ঐ আকাশে,
দরদর ঝরে ঘাম
সুখ নেই বাতাসে।
পেকে যায় আম জাম
তিব্র এই গরমে,
অসহায় জীবকুল
গরমটা চরমে।
অনন্যা / টিটি
কনক কুমার প্রামানিক প্রকাশ:
খরতাপে পোড়ে সব
গ্রীষ্মের দুপুরে,
অসহ্য এই গরমে
গা ভেজায় পুকুরে।
ক্ষেপে থাকে রবিটা
তপ্ত ঐ আকাশে,
দরদর ঝরে ঘাম
সুখ নেই বাতাসে।
পেকে যায় আম জাম
তিব্র এই গরমে,
অসহায় জীবকুল
গরমটা চরমে।
অনন্যা / টিটি