এই শীতে খেয়াল রাখুন মেকআপের খুঁটিনাটিতে
শীত এলেই কেমন বিয়ের ধুম লেগে যায়। আর বিয়ের কিংবা যেকোনো অনুষ্ঠানেই সাজগোজের বিষয়টা নিয়ে সবাই মোটামুটি উদগ্রীব থাকে। কোন দিনে কি সাজ হবে, কোন পোশাকের সাথে কেমন মেকআপ হবে। আবার অনেক সময় নিজের কাছের কারোর বিয়ে বা অন্য আয়োজন থাকলে তখন অনেক আয়োজন সামলানোর দায়িত্বও নিতে হয়। তখন সব দায়িত্ব সামলে নিজের সাজগোজ বা মেকআপে পর্যাপ্ত সময় দেওয়া একটু হিমশিমের বিষয়।
এমন পরিস্থিতিতে অনেকে তাড়াহুড়োয় মেকআপ করেন ঠিকই কিন্তু নিজের ত্বকের যত্নের বিষয়ে অনেক কিছু এড়িয়ে যান। যা ত্বকের জন্য হতে পারে ক্ষতিকর।
এক্ষেত্রে সময় কম থাকলে মেকআপে কিছু খুঁটিনাটি টিপস মাথায় রাখতে পারেন। যেমন:
শীতে মেকআপের ক্ষেত্রে সবার আগে মাথায় রাখতে হবে ময়েশ্চারাইজার ব্যবহারের কথা। কারণ ময়েশ্চারাইজার না লাগালে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। যার ফলে মেকআপ ভালো করে বসবে না।
রোদের জন্য সানস্ক্রিন ব্যবহার করতে হবে। মেকআপের আগে ও পরে ক্লিনজিং টোনার ব্যবহার করে নেওয়া অতি জরুরি।
মেকআপের আগে ত্বকে প্রাইমার ব্যবহার করতে হবে। এতে ত্বক সুরক্ষিত থাকবে। মেকআপ নিয়ে কখনোই ঘুমিয়ে পড়বেন না। মেকআপ তুলে ভালোভাবে মুখ পরিষ্কার করে তারপর ঘুমাতে যান।
মেকআপ তোলার ক্ষেত্রে মেকআপ রিমুভার ওয়াইপস ব্যবহার এড়িয়ে চলুন। এটি ত্বককে রুক্ষ করে দেয়। এক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করতে পারেন।