Skip to content

৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বোশেখ আসুক


বোশেখ আসুক
দমকা বায়ে শহর গাঁয়ে জীর্ণতা নিক উড়িয়ে
নতুন ভোরে নতুন সুরে হৃদয়টা দিক জুড়িয়ে।

বোশেখ আসুক
মেঘের ভেলায় সারাবেলায় আলসে নিদ্রা টুটিয়ে
গাছের শাঁখায় পাখির পাখায় নতুন আশা ফুটিয়ে।

বোশেখ আসুক
ব্যাঙের হাটে পুকুর ঘাটে হাওর বিলে ডোবাতে
ফুলের ঘ্রাণে ঝিঁঝির গানে শাপলা ফুলের শোভাতে।

বোশেখ আসুক
নদীর বাঁকে ধেনুর ডাকে রাখাল ছেলের বাঁশিতে
জেলের জালে নায়ের পালে নতুন সুখের হাসিতে।

বোশেখ আসুক
কবির প্রাণে রবির গানে আলপনার রং-তুলিতে
ঝরা পাতায় মাথার ছাতায় পাখির ছানার বুলিতে।

বোশেখ আসুক
হালখাতাতে তালপাতাতে মাঠে মজার খেলাতে
রঙিন ঘুড়ি কাঁচের চুড়ি উৎসবমুখোর মেলাতে।

বোশেখ আসুক
ঢাকে ঢোলে ফলে ফুলে দুঃখ জরা ভোলাতে
বটের মূলে নদীর কূলে মনটা সবার দোলাতে।

বোশেখ আসুক
বাংলা মায়ের খুকুর পায়ের নূপুর-সুরে বৃষ্টিতে
সবার মাঝে নতুন সাজে সাম্য সোহাগ সৃষ্টিতে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ